1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

আউটসোর্সিংয়ের জনপ্রিয় মার্কেটপ্লেস!

ঘরে বসে কাজ করার জন্য হাজারো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে; তবে সবই উপযুক্ত নয়। কিছু মার্কেটপ্লেস আছে শুধু নির্দিষ্ট কাজ পাওয়া যায়। কিছু মার্কেটপ্লেস দক্ষ কর্মীদের জন্য উপযুক্ত। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাইলে বিশ্বস্ত মার্কেটপ্লেস বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে বাংলাদেশ হচ্ছে অন্যতম শীর্ষ সফল দেশ। দেশের তরুণরা শুধু ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘুরিয়ে দিচ্ছে ভাগ্যের চাকা।

সরকারি উদ্যোগে তরুণদের তথ্যপ্রযুক্তির নানা ক্ষেত্রে দক্ষ করে তুলতে চলছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। ফ্রিল্যান্স আউটসোর্সিং কাজের জন্য অনেকে ব্যক্তি উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করেও তৈরি হচ্ছেন। তবে কোন মার্কেটপ্লেস আপনার দক্ষতা অনুযায়ী সবচেয়ে কাঙ্ক্ষিত হবে সেটি জানা প্রয়োজন। ঘরে বসে কাজ করার জন্য হাজারো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে; তবে সবই উপযুক্ত নয়। কিছু কিছু মার্কেটপ্লেস আছে শুধু নির্দিষ্ট ধরনের কাজ পাওয়া যায়। কিছু মার্কেটপ্লেস একেবারে দক্ষ কর্মীদের জন্য উপযুক্ত। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাইলে বিশ্বস্ত মার্কেটপ্লেস বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

আপওয়ার্ক: বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপেল্গস ইল্যান্স-ওডেস্ক এখন আপওয়ার্ক নামে পরিচিত। এ মার্কেটপ্লেসটিতে হাজারো রকমের কাজ রয়েছে। এখান থেকে আপনার দক্ষতা অনুযায়ী কাজে বিট করতে পারেন। ঠিকানাwww.upwork.com

ফাইবারআর: ফাইবারআর ডট কম হচ্ছে ছোট ছোট কাজের জন্য খুবই জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। মার্কেটপ্লেসটিতে অপেক্ষাকৃত কম দক্ষ কর্মীরাও কাজ খুুঁজে নিতে পারবে। এখানে সর্বনিম্ন পাঁচ ডলার মূল্যের কাজও বেছে নেওয়া যায়। ঠিকানা www.fiverr.com

ফ্রিল্যান্সার ডট কম: ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান ফ্রিল্যান্সার ডট কম। এটি সেরা সাইটগুলোর মধ্যে একটি অন্যতম। এখানে ওয়েব ডিজাইনার, কপিরাইটার বা ফ্রিল্যান্স প্রোগ্রামারার, এসই ও সব ধরনের কাজের জন্য বিড করা যায়।www.freelancer.com

পিপল পার আওয়ার: পিপল পার আওয়ার মূলত ডুয়াল মার্কেটপেল্গস। এখানে আপনি ফাইবারআরের মতো সার্ভিস বিক্রি করতে পারবেন আবার ফ্রিল্যান্সারের মতো জবে বিড করতে পারবেন। তবে বিডিং সিস্টেম থেকে সার্ভিস সেল করাটাই এখানে বেশি জনপ্রিয়। এখানে আপনি সব ধরনের কাজ বিক্রি ও কিনতে পারবেন। ঠিকানা Peopleperhour.com

৯৯ ডিজাইন’স: বর্তমানে ডিজাইনের জন্য সবচেয়ে আলোচিত ফ্রিল্যান্সিং সাইট হচ্ছে ৯৯ডিজাইনস। এখানে ডিজাইনের কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। আপনি এখানে লোগো, ব্যবসায়িক কার্ড, ওয়েবসাইট, অ্যাপিল্গকেশন, ইনফোগ্রাফিক, টি-শার্ট, কার্ড, আমন্ত্রণ, পণ্য প্যাকেজ, বই এবং পত্রিকা কভার ইত্যাদি টাইপের অসংখ্য কাজ পাবেন। ঠিকানা : 99designs.com

টিস্প্রিং: আপনি যদি ভালো গ্রাফিক্স ডিজাইনার হন এবং সুন্দর সুন্দর টিশার্ট ডিজাইন করতে পারেন তাহলে আপনার গন্তব্য হচ্ছে টিস্প্রিং। এ মার্কেটপ্লেসটিতে শুধু টিশার্ট ডিজাইন করেই আপনি ভালো আয় করতে পারবেন। ঠিকানা teespring.com

ডিজাইন ক্রাউড: এটি একটি গ্রাফিক্স ডিজাইন মার্কেটপেল্গস, কাজের ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ তাদের জন্য এটি যুৎসই একটি মার্কেটপ্লেস। ঠিকানা : https://studio.envato.com এই সাইটটি খুব নামকরা একটি জব সাইট, যেখানে আপনি আপনার তৈরি করা ডিজাইনগুলো বিক্রি করতে পারবেন। এই সাইটটি শুধু সমস্যা সমাধানের জন্য নয়, এখানে অনেক কাজ পাওয়া যায়। তবে এখানে কাজ করতে হলে অ্যাকাউন্টের সঙ্গে নিমন্ত্রণ পেতে হবে। DesignCrowd.com

টপটল ডট কম: আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে একজন ভালো ডেভেলপার হয়ে থাকেন, তাহলে টপটল আপনার জন্য একটি ভালো কাজের সাইট। অন্য সাইটগুলোতে সাধারণত বিভিন্ন ধরনের কাজ থাকে। কিন্তু এখানে শুধু ডেভেলপারদের ওপর ফোকাস করা হয়। ঠিকানা Toptal.com

ড্রিবল: এখানে সাইন আপ করুন আর প্রোফাইল পেজের ঐরৎব সব বাটনে জব বোর্ডে আপনার কাজ খুঁজুন। যারা সৃজনশীল এবং ইউনিক আইডিয়া নিয়ে কাজ করেন যেমন- গ্রাফিক্স ডিজাইনার, মাল্টিমিডিয়া ইত্যাদি তাদের জন্য খুব ভালো একটি জব সাইট। ঠিকানা :Dribbble.com

ওয়ার্ডপ্রেস: এটি ওয়ার্ডপ্রেসের একটি অফিসিয়াল জব বোর্ড। এখানে আপনি পল্গাগিন ডেভেলপমেন্ট, থিম কাস্টমাইজেশন বা ওয়ার্ডপ্রেস সাইট অপ্টিমাইজেশন এ ধরনের কাজ পাবেন। ঠিকানা :যঃঃhttps://jobs.wordpress.net

গুরু ডট কম: গুরু ডট কম একটি ফ্রিল্যান্সিং সাইট যেখানে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন। এই সাইটটি সবচেয়ে জনপ্রিয় ভারতে। এখানে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন নিয়ে অনেক কাজ পাওয়া যায়। ঠিকানা : guru.com

উই ওয়ার্ক রিমোটলি: উই ওয়ার্ক রিমোটলি নামের মতোই এটি এমন একটি সাইট যেখানে আপনার পছন্দমতো বা যে কাজ আপনি ঘরে বসে করতে পারবেন, সে রকম কাজ এখানে আপনি খুঁজে পাবেন। ঠিকানা :WeWorkRemotely.com

ডব্লিউপি হায়ার্ড: ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য এই সাইটটি একটি খুব বড় ধরনের ভালো সুযোগ। ওয়ার্ডপ্রেস সম্পর্কিত প্রজেক্টে এ একজন ফুলটাইম ফ্রিল্যান্সার বা পার্ট টাইম বা ইন্টার্নি হিসেবে কাজ করতে পারবেন। ঠিকানা www.wphired.com

ক্রিউ: ক্রিউ মার্কেটপ্লেস ওয়েব ডিজাইনার এবং অ্যাপ ডেভেলপারদের জন্য দারুন গন্তব্য হতে পারে। ঠিকানা :https://crew.co

লোকাল সলো: লোকাল সলো মার্কেটপ্লেসটি হচ্ছে বিজনেস এবং ফ্রিল্যান্সারদের যোগাযোগের জায়গা। এখানে আপনি বিনামূল্যে একজন ফ্রিল্যান্সার বা এমপল্গয়ার হিসেবে সাইন আপ করতে পারেন।

জুমলা: জুমল্যান্সার সাইটটি শুধু যারা জুমলা নিয়ে কাজ করেন তাদের জন্য। জুমলা প্রফেশনালদের জন্য এটি একটি দারুণ সাইট। ঠিকানা : www.joomlancers.com

বিল্যান্সার: ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে দেশীয় প্লাটফর্ম বিল্যান্সার। এখানে রয়েছে নানা ধরনের কাজ। ঠিকানা :www.belancer.com

তথ্যসূত্র: সমকাল ডটকম।

More News Of This Category