1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

মুরগি স্বল্পতায় কেএফসি’র শত শত দোকান বন্ধ!

ব্রিটেনে শত শত বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্র্যাঞ্জাইজি কেএফসি। ডিএইচএল মুরগি সরবরাহ দিতে ব্যর্থ হওয়ায় এ সংকট তৈরি হয়েছে।

কেএফসি জানিয়েছে, ব্রিটেন জুড়ে নয় শ’ টির মধ্যে সাত শ’ টি বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিতে তারা বাধ্য হয়েছে। খোলা থাকা বাকি বিক্রয়কেন্দ্রগুলো হয় অন্যান্য খাবার দিচ্ছে অথবা তুলনামূলক কম সময়ে জন্য খোলা রাখছে।

এক বিবৃতিতে কেএফসি জানায়,“আমরা জানি, এতে সমস্যার মুখে পড়ছেন গ্রাহকরা। ভাজা মুরগি চেয়ে আপনাদেরকে হতাশ হতে হয়েছে। আমরা এ জন্য খুবই দুঃখিত।”

এতে আরও বলা হয়, “আমরা মুরগি সরবরাহের জন্য নতুন কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি। কিন্তু তাদের কিছু সমস্যা রয়েছে। দেশ জুড়ে নয় শ’ রেষ্টুরেন্টের জন্য মুরগি সরবরাহের কাজ খুবই জটিল।”

আলাদা এক বিবৃতিতে ডিএইচএল বলেছে, মুরগি সরবরাহে সৃষ্ট সমস্যা সমাধানে তারা কাজ করছে।

তথ্যসুত্র: যমুনা অনলাইন: এফএইচ

More News Of This Category