1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

পাসপোর্ট হারালে কী করবেন?

পাসপোর্ট একজন নাগরিকের স্বীকৃত পরিচিতির দলিল। দেশের বাইরে নিয়মিত যাতায়াতকারীদের জন্য এটা জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দলিল হারিয়ে গেলে অনেকে খুব হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়েন। ভাবতে থাকেন পরবর্তী করণীয় সম্পর্কে। কিন্তু এ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে হতাশা বাড়তে পারে। এজন্য জেনে নিন পাসপোর্ট হারানোর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে।

পাসপোর্ট হারানোর পর আপনার প্রথম কাজ হবে পাশের থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা। এই কাজটির পরই কেবল নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে যেতে হবে।

আবেদনপত্রের সাথে হারানো পাসপোর্টের ফটোকপি যুক্ত করলে ভালো হয়। এ কারণে সবসময় নিজের কাছে পাসপোর্টের ফটোকপি রাখবেন। সাথে নম্বরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও সংরক্ষণ করে রাখতে হবে।

আবেদনের ৭ দিনের মধ্যে আপনি নতুন পাসপোর্ট পেতে পারেন। সেক্ষেত্রে ৬ হাজার ৯০০ টাকা ফি পরিশোধ করতে হবে। সাধারণভাবে ২১ দিনে পাসপোর্ট পেতে ফি দিতে হয় ৩ হাজার ৪৫০ টাকা।

প্রসঙ্গত, পাসপোর্ট অবশ্যই সাবধানতার সাথে সংরক্ষণ করবেন। সম্ভব হলে একাধিক রঙিন ফটোকপি করে রাখতে হবে। তাহলে নানা ধরনের জটিলতা এড়ানো সম্ভব। তথ্যসূত্র: আরটিভি অনলাইন।

More News Of This Category