1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

পকেটমারের হাত থেকে বাঁচতে!

পকেটমারের হাতে পড়েননি এরকম মানুষ খুব কমই আছে। মানিব্যাগ হারিয়ে গেলে কিংবা পকেট থেকে মোবাইল ফোনসহ দরকারি জিনিসপত্র খোয়া গেলে যে কতো ঝামেলা, তা ভুক্তভোগী মাত্রই জানেন। তবে এ সমস্যা মোকাবেলা করা যায় গুটিকয়েক অভ্যাস বদলানোর মাধ্যমে। এই অভ্যাসগুলো আয়ত্ত করলে অনেকসময় পকেটমার হয়ে গেলেও সামাল দিতে পারবেন।

১. একসঙ্গে অনেক টাকা-পয়সা রাখবেন না মানিব্যাগে। বরং একটা হাতব্যাগ বা পাশে ঝোলানো অফিসব্যাগ সঙ্গে রাখুন। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে রাখুন টাকা-পয়সা। মানিব্যাগে একদিনে কতো খরচ হবে সেই প্রয়োজনীয় টাকাটাই রাখুন। এটি খোয়া গেলেও খুব ক্ষতি হবে না।

২. ব্যবসার প্রয়োজনে অনেককেই একসঙ্গে অনেক টাকা বহন করতে হয়। এরকম পরিস্থিতিতে একটু কৌশলী হতে হবে। ব্যাগের বদলে অন্য কিছু ব্যবহার করুন। ব্যবহার করতে পারেন টিফিন বক্স। পকেটমাররা সাধারণত টিফিন বক্স চুরি করে না।

৩. সবধরনের কার্ডই মানিব্যাগে রাখবেন না। ভোটার আইডি কার্ড, নানা ধরনের ক্রেডিট কার্ড রাখতে কার্ড হোল্ডার ব্যবহার করুন। সেটা ফেলে রাখুন হাতে থাকা ঝোলানো ব্যাগের কোনও নির্দিষ্ট জায়গায়। তাতে কার্ড হারানোর ভয় কমবে।

৪. মানিব্যাগে টাকার সাথে সাথে পয়সা রাখার চেষ্টা করুন। খুচরা পয়সা থাকলে ব্যাগ ভারী হয়। ব্যাগ ভারী হলে কেউ নিয়ে গেলে আপনি সাথে সাথে টের পাবেন। এছাড়াও পয়সা নড়াচড়ার সময় শব্দ করে বলে পকেটমার আপনার মানিব্যাগ চুরির সময় শব্দ শুনে আপনি হাতেনাতে ধরেও ফেলতে পারেন।

৫. মানিব্যাগ কখনোই প্যান্টের পেছনের পকেটে রাখবেন না। জনপরিবহনে ওঠার সময় পেছনের দিকে খেয়াল রাখা খুবই কঠিন হয়ে যায়। সবচেয়ে ভালো হয় হাতে থাকা ব্যাগে রাখলে অথবা রাখতে পারেন সামনের পকেটে।

তথ্যসূত্র: আরটিভি অনলাইন ডটকম।

More News Of This Category