1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

জেনে রাখুন ডাইং ফিনিশিং কেমিক্যাল মূল্য!

টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং ডাইং টেকনোলজিস্ট দের জন্য ক্যামিকেল প্রাইস জানা খুবি গুরুত্বপূর্ণ এটি সম্পুর্ন কস্টিং এর সাথে রিলেটেড তাই প্রাইস জানা থাকলে প্রাইস মিনিমাইজেশন, সেইভিং এর প্রবনতা বাড়ে। টেক্সটাইল ডাইজ ক্যামিকেল এর দাম মুলত নির্ভর করে

১. ব্রেন্ড এর উপর

২. ম্যানুফেকচারিং রিজনের উপর বা কোন দেশে তৈরি তার উপর।

৩. পার্চেস এর উপর যেমন LC বা ক্যাশ এর জন্য দাম পৃথক

৪. বন্ড সুবিধারর উপর যেমন এক্সপোর্ট ওরিয়েন্টেড ফেক্টরি গুলি ছাড় বা বন্ড সুবিধার আওতায় কম শুল্কে ক্যামিকেল আমদানি করতে পারে।

৫. লোকাল সাপ্লাইয়ার দের বন্ড সুবিধা থাকে না বিধায় তাদের প্রাইস বেশি।

৬. ক্যামিকেল এর স্ট্রেন্থ এবং পিউরিটি এর উপর প্রাইস নির্ভর করে

৭. একটি বিষয় লক্ষ করলে দেখা যাবে ক্যামিকেল কোম্পানি ভালো কিংবা খারাপ তাদের প্রাইস কিন্তু প্রায় সেইম কারন হচ্ছে টেক্সটাইল ক্যামিকেল যারা পার্চেস করেন তারা প্রাইস বেশি মানে কোয়ালিটি ভালো এটা অগ্রিম ভেবে বসে থাকেন তাই এই সুযোগে তুলনামুলক খারাপ কোম্পানি গুলি ও বেশি দামে ক্যামিকেল বাজারে ছাড়ে, মার্কেটে দেখা যায় Huntsman – জার্মান আর Alka- পাকিস্তানী এর ক্যামিকেল এর প্রাইস এর খুব একটা তফাৎ নেই কিন্তু কোয়ালিটিতে ১০/২০ তফাৎ আছে।

৮. টেক্সটাইল ক্যামিকেল বিজনেস পলিসি অনুযায়ী টেক্সটাইল ক্যামিকেল এর জন্য হাই ভলিউম এর ক্যাপিটাল লাগে আর ফেক্টরি গুলিতে অনেক পেমেন্ট হোল্ড থাকে তাই ক্যামিকেল মার্কেটিং এর সময় কমিশন এর সাথে ক্ষত্র বিশেষ ৩০০-৫০০% পর্যন্ত প্রফিট ধরে প্রাইস নির্ধারন করা হয় যার ফলে প্রাইস অনেক বেশি পড়ে আর কোম্পানি অল্প পেমেন্ট এ প্রফিট চলে আসে।

৯. লোকাল ক্যামিকেল এর রেইট এক্সপোর্ট এর চেয়ে ৩০% বেশি হয়।

প্রাইস :

এসিটিক এসিড – 97 Tk / Kg

ওয়েটিং এজেন্ট – 245 Tk / Kg ( RGN)

সিকুইস্টারিং এজেন্ট – 220Tk / Kg ( Alkafix DK)

এপ্রিটন 210 Tk / Kg

ওয়েটিং এজেন্ট 240 Tk / Kg

কাস্টিক সোডা ফ্লেক্স ৬০ Tk / Kg

কাস্টিক লিকুইড 60 Tk / Kg

লেভেলিং এজেন্ট 140 Tk / Kg

ওয়াসিং এজেন্সি 130 Tk / Kg

গ্লুবার সল্ট 26 Tk / Kg

হাইড্রোজে পার অক্সাইড ৫০% 34 Tk / Kg

স্টেবিলাইজার 102 Tk / Kg

এনজাইম (এমাইলেজ)-340 Tk / Kg

সোডা এস – 32 Tk / Kg

ইউরিয়া – 16 Tk / Kg

মেলামিন 220 Tk / Kg

ক্যাটায়নিক সফেনার 220 Tk / Kg

ব্রাইটেনার 318 Tk / Kg

বাইন্ডার 119 Tk / Kg

ক্যাটায়নিক সফেনার 191 Tk / Kg ( Alkasoft 5200)

সিলিকন সফেনার 290 Tk / Kg

তথ্যসুত্র: টেক্সটাইল ল্যাব ডট ব্লগপোষ্ট ডটকম।

More News Of This Category